কবুতরের জীবন চক্র – ডিম থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত ( ছবি সহ ) । ডিম ফোটা থেকে শুরু করে adult হতে একটি কবুতরের সময় লাগে সাধারনত ৬/৭ মাস। এই ৬/৭ মাসে কবুতর তার শৈশব , কৈশোর , তরুণ ও প্রাপ্ত বয়স্ক ধাপ শেষ করে। নিচে কবুতরের জীবন চক্র – ডিম থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত ( ছবি সহ ) দেখানো হল।
কবুতর বা পাখির খাবার স্যালাইন বানানোর সহজ উপায়। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট । কবুতর বা পাখির অনেক ধরনের রোগের সময় খাবার স্যালাইন প্রয়োজন হয় যেমন কবুতর বা পাখির এর ডাইরিয়া বা পেটের অসুখ হলে, গরমকালে কবুতর বা পাখির শরীর ভালো রাখতে ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে যে পন্য টি সবচেয়ে পাওয়া যায় সেটি হল ‘Electromin’ যার প্রস্তুতকারী Square […]
Cher Ami একটি মাদি হমিং কবুতর এর নাম যেটা নাকি প্রথম বিশ্বযুদ্ধ এ তথ্য আদান-প্রদান এর জন্য ব্যবহার করা হয়েছিল। Cher Ami কবুতর টি U.S Army প্রথম বিশ্বযুদ্ধ এ তথ্য আদান-প্রদান এর জন্য ব্যবহার করেছিল। Cher Ami কবুতর টি অক্টোবর ,১৯১৮ সালে একটি Army Battalion কে রক্ষা করেছিল। অক্টোবর ৩ ,১৯১৮ মেজর Charles White Whittlesey […]
Victoria Crowned কবুতর সম্পর্কে আমরা কতটুকু জানি ? অনেকই আমরা জানি যে Victoria Crowned কবুতর বাংলাদেশের সবচেয়ে বিরল ও দামি কবুতর । মূলত বাংলাদেশের কোথাও এই কবুতর বেচা কেনার খবর পাওয়া যায় না। এক প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশে এই কবুতর এর সংখ্যা ১/২ টি। আসুন আজ Victoria Crowned কবুতর সম্পর্কে আমরা কিছু গুরুতপুরন তথ্য জেনে […]
2 thoughts on “কবুতরের জীবন চক্র – ডিম থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত ( ছবি সহ )”
আমি কবুতর পালি আমার কবুতর আচে। কিন্তু আমার কিছু কবুতর প্রথম দিকে ড়িম পাডচে। গত ১বছর নাগাদ কবুতর ড়িম দিচ্ছেনা কি করব এখন।একটু বলেন।
আমি কবুতর পালি আমার কবুতর আচে। কিন্তু আমার কিছু কবুতর প্রথম দিকে ড়িম পাডচে। গত ১বছর নাগাদ কবুতর ড়িম দিচ্ছেনা কি করব এখন।একটু বলেন।
See all posts on pigeon eggs here. You will find a solution for your pair..