কবুতরের জীবন চক্র – ডিম থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত ( ছবি সহ ) । ডিম ফোটা থেকে শুরু করে adult হতে একটি কবুতরের সময় লাগে সাধারনত ৬/৭ মাস। এই ৬/৭ মাসে কবুতর তার শৈশব , কৈশোর , তরুণ ও প্রাপ্ত বয়স্ক ধাপ শেষ করে। নিচে কবুতরের জীবন চক্র – ডিম থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত ( ছবি সহ ) দেখানো হল।
কবুতর বা পাখির খাবার স্যালাইন বানানোর সহজ উপায়। প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট । কবুতর বা পাখির অনেক ধরনের রোগের সময় খাবার স্যালাইন প্রয়োজন হয় যেমন কবুতর বা পাখির এর ডাইরিয়া বা পেটের অসুখ হলে, গরমকালে কবুতর বা পাখির শরীর ভালো রাখতে ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে যে পন্য টি সবচেয়ে পাওয়া যায় সেটি হল ‘Electromin’ যার প্রস্তুতকারী Square […]
কবুতরের নিজেকে চেনার ক্ষমতা রয়েছে (Pigeons Show Superior Self-recognition Abilities ). বিজ্ঞানীরা দেখিয়েছেন যে পায়রা নিজেদের ভিডিও চিত্র মাত্র 5-7 সেকেন্ড বিলেম্ব চিনতে সক্ষম হয় । গবেষকরা আয়না ও ভিডিও টেপ ইমেজ ব্যবহার করে দেখেয়েছেন যে কবুতরের নিজেকে চেনার ক্ষমতা রয়েছে। এই গবেষণাটি করেছেন Keio বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিলেশনস গ্রাজুয়েট স্কুল প্রফেসর Shigeru Watanabe ও Tsukuba বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছাত্র […]
তথ্য কবুতর সর্বোচ্চ ৭ মাসের মধ্যে প্রথমবার ডিম দেয়। কবুতর নরমালি দুইটি ডিম দেয় । একটি ডিম দেয়ার পরদিন গ্যাপ রেখে তার পরদিন বাঁকি ডিমটি দেয়। প্রথম ডিম দেয়ার পর মা কবুতর ওই ডিমের উপর দাঁড়িয়ে থাকে, তা দেয়না। এতে আপনি বুঝবেন কবুতরটি দ্বিতীয় ডিম দিবে। যদি দেখেন প্রথম ডিমে প্রথম থেকেই তা দিচ্ছে তবে […]
2 thoughts on “কবুতরের জীবন চক্র – ডিম থেকে প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত ( ছবি সহ )”
আমি কবুতর পালি আমার কবুতর আচে। কিন্তু আমার কিছু কবুতর প্রথম দিকে ড়িম পাডচে। গত ১বছর নাগাদ কবুতর ড়িম দিচ্ছেনা কি করব এখন।একটু বলেন।
আমি কবুতর পালি আমার কবুতর আচে। কিন্তু আমার কিছু কবুতর প্রথম দিকে ড়িম পাডচে। গত ১বছর নাগাদ কবুতর ড়িম দিচ্ছেনা কি করব এখন।একটু বলেন।
See all posts on pigeon eggs here. You will find a solution for your pair..