কবুতরের বাসা পরিষ্কার করার কিছু টিপস।
কবুতর টিপস রোগ ও চিকিৎসা

কবুতরের বাসা পরিষ্কার করার কিছু টিপস।

আপনি কি কবুতর, পাখি বা গবাদিপশু লালন পালন করেন ?। আসুন কিভাবে কবুতরের বাসা পরিষ্কার পরিছন্ন্য রাখবেন। কবুতরের বাসা পরিষ্কার করার কিছু টিপস।

  • কবুতরের খোপ প্রতিদিন পরিষ্কার করা আব্যশক।
  • প্রথমে কবুতরের বাসা থেকে পায়খানা (droppings) ভালোভাবে পরিষ্কার করতে হবে।
  • দ্বিতীয়ত জীবাণুনাশক স্প্রে করে দিতে হবে সবখানে।
  • ১ গ্যালন পানির সাথে সার্ফ এক্সেল মিশিয়ে জীবাণুনাশক তৈরি করতে পারেন।
  • কবুতরের পা গুলোতে জীবাণুনাশক স্প্রে করুন ।
  • খেয়াল রাখবেন চোখে ও মুখে যেন স্প্রে না যায়।
  • সবশেষে কবুতরের বাসার চারপাশ ( surroundings ) ভালোভাবে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করুন।

কবুতরের বাসা পরিষ্কার নিয়ে কোন রকম অলসতা করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *