pigeon human face recognition
কবুতর পাখি

কবুতর মানুষের মুখ মনে রাখতে পারে ( Pigeons Recognize Human Faces )

আপনি যদি কোন একটি কবুতরকে তাড়া করেন, তাহলে একটি গবেষণা বলছে,  কবুতরটি আপনার চেহারা মনে রাখবে এবং পরবতিতে আপনকে সামনে দেখলে ঊরে পালাবে। গবেষকরা পেয়েছেন যে যে কবুতর গুলো wild or untrained সেই কবুতর মানুষের মুখ মনে রাখতে পারে। আপনি যদি আপানর গায়ের পোশাকও পরিবর্তন করেন তাহলেও চিনতে পারবে ।

প্যারিস এর কোন একটি পার্কে দুইজন গবেষক যাদের গায়ের রঙ দেখতে একই রকম তারা ভিন্ন পোশাক পরে কিছু কবুতরকে খাবার দেন ও খাওয়ান। দুইজনের মধ্যে একজন কবুতকে খাবার দিয়ে চলে যান আর অন্য আরেকজন কবুতরকে তাড়াবার চেষ্টা করেন। এই রকম তারা অনেকবার অনেকদিন করেন। গবেশনায় দেখা গেল যে ১ম গবেষকের ( যে নাকি খাবার দিয়ে চলে যেতেন) কাছে কবুতরগুলো প্রত্যেকবার খাবার খান । আর ২য় গবেষককে ( কবুতরকে তাড়াতেন ) সামনে দেখলে কবুতরগুলো উরে পালাত ।

The researchers noted that the birds appear to be able to differentiate between humans and are aware that clothing color is not a good way to tell humans apart. They theorize that this recognition ability may have come about over the long period of association with humans, from early domestication to many years of living in cities.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *