কবুতরের ডিম
কবুতর টিপস

কবুতরের ডিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য

তথ্য

  1. কবুতর সর্বোচ্চ ৭ মাসের মধ্যে প্রথমবার ডিম দেয়।
  2. কবুতর নরমালি দুইটি ডিম দেয় । একটি ডিম দেয়ার পরদিন গ্যাপ রেখে তার পরদিন বাঁকি ডিমটি দেয়।
  3. প্রথম ডিম দেয়ার পর মা কবুতর ওই ডিমের উপর দাঁড়িয়ে থাকে, তা দেয়না। এতে আপনি বুঝবেন কবুতরটি দ্বিতীয় ডিম দিবে। যদি দেখেন প্রথম ডিমে প্রথম থেকেই তা দিচ্ছে তবে বুঝবেন কবুতর সেবার আর ২য় ডিম দিবেনা।
  4. গড়ে কবুতরের একটি ডিম ১৪/১৫ গ্রাম ওজন হয়্।
  5. ১ দিন বয়সের কবুতরের বাচ্ছার ওজন গড়ে ১২/১৩ গ্রাম হয়।
  6. ডিম দেয়ার পর নরমালি মা ও বাবা কবুতর পালাবদল করে ডিমে তা দেয়।
  7. শুরুতে অনেক কবুতর একটা ডিম দিতে পারে।
  8. মাঝে মাঝে কবুতর তিনটা ডিমও দিতে পারে! কিন্তু তিনটি ডিম দেয়া খুবই ব্যতিক্রম । এক্ষেত্রে তৃতীয় ডিমটা কিছুটা ছোট হয়।
  9. কবুতরের ডিম ফোটে সাধারণত ১৮ দিনে।
  10. আমরা অনেকেই মনে করি কবুতরের ডিমে হাত দিলে বাচ্চা হয়না। এটা ভুল ধারণা।
  11. প্রথম ডিমটি ফোটার পরদিন দ্বিতীয় ডিমটি ফোটে।
  12. সাধারণত কবুতরের বাচ্চা ডিমের একদম মাঝখান থেকে ভেইঙ্গে বের হয়।

egg pigeon


টিপসঃ

  1. অনুকূল পরিবেশ, ভাল খোপ ও খাবার পেলে অধিকাংশ জাতের কবুতর প্রতি 50 দিনের মধ্যে দুবার ডিম দেয়।
  2. প্রথম ডিম দেয়ার পর কবুতর ওই ডিমের উপর দাঁড়িয়ে থাকে, তা দেয়না। এতে আপনি বুঝবেন কবুতরটি দ্বিতীয় ডিম দিবে। যদি দেখেন প্রথম ডিমে প্রথম থেকেই তা দিচ্ছে তবে বুঝবেন কবুতর সেবার আর ডিম দিবেনা।
  3. ডিমে তা দেয়া শুরুর ৫/৬ দিন পর দুটো ডিম লাইটের আলোতে ধরে দেখবেন। যদি কোন ডিম না জমে তবে তা সরিয়ে ফেলবেন।
  4. ডিমের নিচে সর্বদা শুকনো রাখবেন। ছাই,খড়কুটা অথবা নরম কাপড় অথবা সংবাদপত্র ডিমের নিচে দিতে পারেন।
  5. অযথা ডিমে হাত দিবেন না, ঝাকাঝাকি করবেন না। ডিমে পরীক্ষা করার আগে অবশই হাত ভালভাবে ধুয়ে নিবেন।
  6.  আপনি চাইলে ১ সপ্তাহ ফ্রিজে ডিম রেখে দিয়ে অন্য কবুতর দ্বারা বাচ্চা ফুটাতে পারেন। এক্ষেত্রে ফ্রিজ থেকে বের করার পর ডিমের স্বাভাবিক তাপমাত্রা আনার পর কবুতরের নীচে দিতে হবে। ডিম দেয়ার সাথে সাথেই ডিম সংরক্ষণ করতে হবে।
  7. কবুতর ১৮ দিনের বেশি ডিমে তা দেয় না। তাই ডিম অদল বদলের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে ডিমগুলো বদল করবেন তা১৮ দিনে বা তার আগেই যেন বাচ্চা ফোটে।
  8. ডিমে যদি কবুতরের বিষ্ঠা লেগে যায় তবে তা কখনো উঠাতে যাবেন না, উপরের খোসা উঠে যেতে পারে।
  9. ডিম ফোটার পর ডিমের খাসা সরিয়ে ফেলুন।
  10. কবুতরের ডিমের খোসা মোটা করার উপায় হল মুরগির ডিমের খোসা গুঁড়ো করে নিয়মিত কবুতরকে খাওয়াবেন।

 

16 thoughts on “কবুতরের ডিম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস এবং তথ্য”

  1. আমি বানিজিক ভাবে দেশীয় কবুতরের খামার দিতে চাই.আসল কথা দেশী কবুতরের বাচ্চা উৎপাদন করে মাংশের জন্যের বাজারে বিক্রি করবো.ইনকিউবেটর দিয়ে ডিম ফোটাবো আর হাতে বাচ্চাদের খাবার দিব.মানে কবুতর শুধু ড়িম
    পাড়বে বাকি কাজ আমি করবো.আমার পসনো হলো যদি কবুতর ডিম পারার সাথে সাথে ডিম সরিয়ে ফেলী এবং ইনকিউবেটর দিয়ে ডিম ফুটাই এবং হাত দিয়ে বাচ্চাকে খাওয়াই.তাহলে কতদিন পরপর কবুতর ডিম দিবে.দয়া করে জানাবেন

    1. ডিম সরিয়ে ফেলার ২ থেকে ৩ সপ্তাহ পর আবার ডিম দিবে। ধন্যবাদ।

  2. আমার ১জরা বোম্বাই কবুতোর ১৭ দিনের ডিম সহ ২০ দিন আগে আমার বড় ভাইয়ের বাসা থেকে এনেছিলাম।ডিমে তা না দেয়ায় ডিমগুলো সরে ফেলাইফেলাই। কিন্তু এখন পযন্ত কেন ডিম দেয় নাই। এর কারণ টা জানালে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।

    1. কবুতর এর বাসা খবুই গুরুতপুরন্য একটা বিষয় কবুতর পালন এর। সাধারানত বাসা পরিবরতন করলে কবুতর এর কিছু স্বাভাবিক পরিবরতন লখ্য করা যায়। আরও কিসুদিন অপেক্ষা করুন। আর লখ্য রাখুন কোন অসুবিধা হচ্ছে কি না। ধন্যবাদ।

  3. আমি ৪ মাস যাবত কবুতর পালন করছি ..কিন্তু এখনো কোনো ডিম দেয়নি..কি কারনে বুঝতে পারছিনা.. সারাদিন দুজনে মিলে ডাকাডাকি করে আর খোপের মাঝে বসে থাকবে. মাঝে মাঝে উড়াল দিয়ে বাহিরে ঘোরাঘুরি করে কিন্তু এখনো কোনো ডিমের দেখা পেলাম না….আমায় কি জানাবেন এখন কি করবো ..

    1. নিচের বিষয় গুলে একবার চেক করুন
      ১। আপনার কতবুর জোরা Adult হয়েছে কি না
      ২। নর মাদি কি না
      ধন্যবাদ।

  4. একটু জানাবেন আমার কবুতর ছিল ২ জোড়া তার মধ্যে এক জোড়ার পুরুষ ও আর এক জোড়ার মেয়ে কবুতর মারা যায়।আর বেচে থাকে এক জোড়ার পুরুষ ও আর এক জোড়ার মেয়ে কবুতর। মেয়ে কবুতর টা ডিম পাড়ে এবং ১মাস হচ্ছে বাচ্ছা ফোটে না। সেই ডিম গুলো আমি সরিয়ে রাখছি এখন আমি কী করব

    1. যেহেতু নতুন জোরা দিয়েছেন এবং ১ মাস হয়েছে বাচ্ছা ফোটে না ডিমগুলি নষ্ট হবার সম্ভাবনা বেশি। নতুন জোরা হলে সাধারণত প্রথম ডিম গুলী ফোটে না। কিন্তু বেত্রিক্রম ও হয়।

  5. আমার ১জরা বোম্বাই কবুতোর ডিম ফুটছে না নস্ট হয়ে জাছে কি করা জায় এটা নিয়ে 2 বার হলো

  6. ভাইয়া আমার কবুতর প্রথম ডিম দেয়ার পর ডিমে তা দেয় নাই আজ তৃতীয় দিন আজ থেকে ডিমে তা দিচ্ছে কিন্তু এখনো দ্বিতীয় ডিম দেয়নি।আমার কবুতর কি দ্বিতীয় ডিম_টি আর দিবে না?

Leave a Reply to Ashaduzzaman Ashad Cancel reply

Your email address will not be published. Required fields are marked *