কবুতর বা পাখির ভিটামিন
কবুতর টিপস পাখি রোগ ও চিকিৎসা

কবুতর বা পাখির ভিটামিন । ভিটামিনের উপকারিতা।

কবুতর বা পাখির ভিটামিন। ভিটামিনের উপকারিতা। ভিটামিন মূলত উপকারী ও দরকারি জৈব পদার্থ যা কবুতর বা পাখির জিবনের জন্য ও দেহের সঠিক কার্যক্ষমতার জন্য অতাব্যবশক। আজ আমরা বিভিন্ন ধরনের কবুতর বা পাখির ভিটামিন ও তার কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত জানবো।

উল্লেখযোগ্য ভিটামিন গুল হল A, D, E and K, B1, B2, B3, B6, B10, B12, OO, H, C ও Choline। কোন ভিটামিন কবুতর বা পাখির দেহের কোন কাজ করে তা নিচে আলোচনা করা হল।

কবুতর বা পাখির ভিটামিন ও তার উপকারিতা

ভিটামিন এ (Vitamin C)

  • কবুতর বা পাখির ত্বক বা পালকের গঠনে সাহায্য করে।
  • কবুতর বা পাখির হার গঠনে সহায়তা করে।
  • কবুতর বা পাখির দৃষ্টিশক্তি বাড়ায়।

ভিটামিন বি২ (Vitamin B2)

  • কবুতর বাচ্চার গ্রোথ ও উর্বরতা বাড়ায়।
  • কবুতর বা পাখির দৃষ্টিশক্তি বাড়ায়।
  • দেহের তাপমাত্রা বজায় রাখে ও hatching এ সাহায্য করে।

ভিটামিন বি৩ (Vitamin B3)

  • কবুতর বা পাখির খাদ্য থেকে শক্তি তৈরিতে সহায়ক।
  • এন্টিবডি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
  • কবুতর বা পাখির দুর্বলতা ও ক্লান্তি দূর করে

ভিটামিন বি৬ (Vitamin B6)

  • ত্বক ও স্নায়বিক ব্যাধি প্রতিরোধ করতে সাহায্য করে।
  • কবুতর বা পাখির আমিষ বিপাকে সাহায্য করে।

ভিটামিন বি১০ (Vitamin B10)

  • কৃমি ও বদ হজম দূর করে।
  •  কবুতর বা পাখির রক্তাল্পতা দূর করতে সাহায্য করে।

ভিটামিন ডি৩ (Vitamin D3)

  • কবুতর বা পাখির দেহের সুঠাম গঠনে সাহায্য করে।
  • আন্ত্রনালির কার্যক্ষমতা বাড়ায়।

ভিটামিন ঈ (Vitamin E)

  • কবুতরের উর্বরতা বাড়ায়।
  • পেশী ও স্নায়ুতন্ত্র ভাল রাখে।
  • কবুতর বা পাখির ক্লান্তি ও দুর্বলতা কমায়।

ভিটামিন কে (Vitamin K)

  • কবুতর বা পাখির রক্ত জমাট বাধাতে সাহায্য করে।
  • পেশীর শক্তি বাড়তে সাহায্য করে।
  • কবুতর বা পাখির হজম করতে সাহায্য করে .

ভিটামিন বি১২ (Vitamin B12)

  • কবুতর বা পাখির রক্তের লোহিত কণিকা তৈরিতে সাহায্য করে।
  • শক্তি বৃদ্ধি করে
  • বাচ্চা কবুতরের বৃদ্ধি ও ক্ষুধা বাড়াতে সাহায্য করে

ভিটামিন পিপি (Vitamin PP)

  • হজম ক্ষমতা বাড়ায়।
  • গ্যাস সমস্যা দূর করে।
  • কবুতর বা পাখির শক্তি বৃদ্ধি করে

ভিটামিন সি (Vitamin C)

  • কবুতর বা পাখির ভাইরাস এবং ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণের প্রতিরোধ করে।
  • ইমিউন সিস্টেম এর কার্যকারিতা বৃদ্ধি ।
  • কবুতর বা পাখির অত্যন্ত স্ট্রেস পরিস্থিতিতে কার্যকর।

কলিন (Choline)

  • কবুতর বা পাখির লিভারের কার্যকারিতা বাড়ায়।
  • হাড় তৈরিতে সাহায্য করে।

আপনার কবুতরকে বা পাখি্কে নিয়মিত ভিটামিন দিন ও আপনার খামার এর উৎপাদন বৃদ্ধি করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *