কবুতরের পক্স বা বসন্ত রোগ
Popular posts কবুতর পাখি রোগ ও চিকিৎসা

কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা

কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা। এই পোস্ট এ আজ আপনাদের জন্য কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আশা করি এতে যারা সখ বা বাণিজ্যিক ভাবে কবুতর পালন করেন তাদের উপকারে আসবে।

কিভাবে বুঝবেন আপনার কবুতরের পক্স বা বসন্ত রোগ হয়েছে ?

কবুতরের পক্স বা বসন্ত রোগ একটি বাহ্যিক দৃশ্যমান রোগ। সাধারণত কবুতরের পশমহিন অঙ্গ যেমন চোখ, মাথা, ঠোঁট ,পা ও গলা তে ছোট করে গোল গোটা উঠে। ধিরে ধিরে গোটা বড় হতে থাকে। নিচের ছবিগুলো দেখুন আরও ভালোভাবে বুঝতে পারবেন।

কবুতরের পক্স বা বসন্ত রোগ কেন হয় ?

কবুতরের পক্স বা বসন্ত রোগ একটি ভাইরাস জনিত রোগ। poxvirus নামক ভাইরাস  এই রোগের সংক্রামক। সাধারণত মশার মাধ্যমে এই ভাইরাস টি প্রাণীর দেহে ছড়াই। মশার কামড়ে কবুতরের দেহে এই ভাইরাস ছড়াই এবং পক্স বা বসন্ত রোগ হয়। মশা ছাড়াও অন্য পোকা-মাকড় এর কামড় থেকেও এই  ভাইরাস ছড়াই এবং পক্স বা বসন্ত রোগ হয়।


কবুতরের পক্স বা বসন্ত রোগ কতটুকু মারাত্মক ?

কবুতরের পক্স বা বসন্ত রোগ তেমন মারাত্মক নয়। তবে চিকিৎসা না করা হলে কবুতর এর স্বাস্থ্য খারাপ থাকে ও অন্য কবুতরের দেহে ছড়িয়ে পরতে পারে।

কবুতরের পক্স বা বসন্ত রোগের চিকিৎসা  কি ?

যে সকল কবুতরের এই রোগ হবে সেসব কবুতরকে আলাদা করে রাখতে হবে। পটাশ ও চুনের ( পান খাবার) মিশ্রণ করে কোন cotton pick অথবা ম্যাচ এর কাঠি তে মিশ্রণ আলতো করে লাগিয়ে কবুতরের সংক্রামক স্থানে লাগিয়ে দিতে হবে। এই রকম এক দুই বার লাগালেই হবে। আশা করা যায় পক্স বা বসন্ত রোগ সেরে যাবে। নিচের ছবিগুলো দেখুন আরও ভালোভাবে বুঝতে পারবেন।

এই রোগ প্রতিরোধর জন্য কবুতর এর বাসা থেকে মশা ও অন্য পোকা-মাকড় এর উৎপাত কমাতে হবে।

8 thoughts on “কবুতরের পক্স বা বসন্ত রোগ ও তার চিকিৎসা”

  1. গুরুত্ব পূ্র্ণ এই পোষ্টের জন্য ধন্যবাদ।
    স্যার,আমার এক জোড়া কবুতর ৫বার ডিম দিয়েছে ,কিন্তু কোনো বারই বাচ্চা হচ্ছেনা।যদি এই বিষয়ে কোনো পরামর্শ দিতেন তাহলে কৃতজ্ঞ হতাম।

    1. আপনার নর কবুতরের সমস্যা আছে। তাই বাচ্চা হচ্ছে না। আপনি পুরুষ কবুতর টা change করেন। তাহলেই সমাধান হয়ে যাবে, আশা করি।

  2. আপনাদের পোস্ট অনুযায়ী কাজ করারপরও তেমন কোন ফল পাই নাই।যদি আপনা আমাকে সাহায্য করেন আমি কিতঙ্গ থাকিবো। দয়া করে আমাকে সাহায্য করবেন

  3. চুন আর পটাশের সাথে কোন মেডিসিন দেওয়া কি লাগবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *