কবুতরের কৃমি রোগ
Popular posts কবুতর টিপস পাখি রোগ ও চিকিৎসা

কবুতরের কৃমি রোগ ও তার ঔষধ ও চিকিৎসা

কবুতরের কৃমি রোগ ও তার ঔষধ ও চিকিৎসা। কৃমি সংক্রমণ কবুতরের অবস্থার উপর একটি নেতিবাচক প্রভাব পড়তে পারে। ক্রিমির কারনে কবুতরের ওজন হ্রাস, খারাপ moult, ডায়রিয়া, এবং ক্লান্তি ছাড়ও আরো উপসর্গ থাকতে পারে। যদি সময় মত এর চিকিৎসা না করা হয় তাহলে কবুতরের মৃত্যু অনিবার্য। আজ কবুতরের কৃমি রোগ ও তার ঔষধ ও চিকিৎসা নিয়ে আলোচনা করবো। আশা করি এতে যারা সখ বা বাণিজ্যিক ভাবে কবুতর পালন করেন তাদের উপকারে আসবে।

কিভাবে বুঝবেন আপানার কবুতরের কৃমি রোগ হয়েছে ?

কবুতরের কৃমি রোগের লক্ষণ অনেক গুলো যেমনঃ

  1. কবুতরের ক্ষুধা কমে যাওয়া।
  2. কবুতর দুর্বল হয়ে যাওয়া।
  3. অস্বাভাবিক ভাবে পায়খানা করা।
  4. অনেক বেশী পিপাসা লাগা।
  5. বমি করা।
  6. কবুতরের পাখা ঝুলে যাওয়া।
  7. কবুতরের পায়খানায় কৃমি দেখতে পাওয়া।
  8. কবুতরের স্বাস্থ্য কমে যাওয়া।
  9. সবুজ ডায়ারিয়া হওয়া।

কবুতরের কৃমি রোগ হবার কারন কি ?

অপরিষ্কার খাবার,পানি, বা অন্য কবুতর থেকে, বা আক্রান্ত পুরাতন বিষ্ঠা থেকে এই কৃমি রোগ  হয়।

কবুতরের কৃমি রোগের ঔষধ ও চিকিৎসা কি ?

  1. Wormazole অথবা
  2.  Asca piller অথবা
  3. Panacure অথবা
  4. Avinex অথবা
  5. Acimec 1% অথবা


Wormazole:  ছোট পায়রার জন্য 2/3 ড্রপ, জন্য বয়স্কদের 4/5 ড্রপ,  squab বা খুব ছোট বাচ্চা কে ক্রিমির ওষুধ প্রয়োগ করবেন না।

Asca Pilla: প্রতিটি পায়রার জন্য 1 টা ট্যাবলেট।

Panacure: প্রতিটি পায়রার জন্য 1/8 ট্যাবলেট।

Avinex: পানি 1 লিটার সঙ্গে 1 গ্রাম পাওডার।

কৃমি ঔষধ প্রয়োগে খেয়াল রাখবেন :

  1. অতি গরমে কৃমির ঔষধ দিবেন না, বা অসুখ আছে আমন কবুতরকে কৃমি ঔষধ দিবেন না, ছোট (sqab)বাচ্চা আছে এমন কবুতর কে কৃমি ঔষধ দিবেন না।
  2. কৃমির ঔষধ একটু ঠাণ্ডার সময় দিবেন বা যেদিন বৃষ্টি বা আবহাওয়া ঠাণ্ডা থাকবে সেদিন দিবেন।
  3. কৃমির ঔষধ দিবার পর কবুতরের খাওয়া কমে যেতে পারে বা হাল্কা একটু ঝিমুনি ভাব থাকতে পারে। নিয়মিত স্যালাইনে ও ভিটামিন দিলে ঠিক হয়ে যাবে।
  4. ভ্যাকসিন এর পর কৃমির ঔষধ দিবেন না।
  5. অধিক মাত্রা বা বেশি পরিমান ঔষধ দিবেন না।
  6. কৃমির ঔষধ দিবার আগে লিভার টনিক দিতে হবে,কারন শক্তিশালী কৃমি ঔষধ কবুতরের লিভার ও কিডনিতে আক্রান্ত করে বেশি।
  7. কৃমির ঔষধ দিবার পর স্যালাইন দিবেন পরদিন। তার পরদিন মাল্টিভিটামিন দিবেন।

কবুতরের কৃমি রোগ প্রতিরোধের উপায় ?

  1. কবুতরের droppings বা বিষ্ঠা নিয়মিত পরিষ্কার রাখুন।
  2. নিয়মিত ভাল জীবাণুনাশক ব্যবহার করুন।
  3. খাবার পানির পাত্র ও খাবার পাত্র নিয়মিত পরিষ্কার রাখুন।
  4. রোগ আক্রান্ত  কবুতরকে আলাদা ভাবে চিকিৎসা করুন।
  5. নিয়মিত খাচা বা খামার পরিস্কার রাখুন।
  6. গরমে ২ মাস অন্তর কৃমি নাশক ঔষধ দিন।

 

2 thoughts on “কবুতরের কৃমি রোগ ও তার ঔষধ ও চিকিৎসা”

  1. কৃমি প্রতিরোধে আপনার পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ।আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট দেওয়ার জন্য।

  2. Wormazole কি পানির সাথে মিশিয়ে দিব…???
    নাকি খালি ঔষধের ফোটা দিব..??? ধন্যবাদ
    fb id মোহাম্মদ রোকন উদ্দীন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *