দামি কবুতরের জাত
কবুতর

বাংলাদেশের কিছু দামি কবুতরের জাত (Breeding)

বাংলাদেশের কিছু দামি কবুতরের জাত (Breeding). বাংলাদেশি অনেক আগে থেকেই কবুতর পালন হয়ে আসছে। কিন্তু প্রাথমিক দিকে এইটা ছিল একটা সখের ব্যাপার। ধিরে ধিতে এটা ব্যবসা বা বাণিজ্যিক রুপ ধারন করে। বাংলাদেশে বর্তমানে অনেক যুবক ও উদ্যোক্তা আছেন যারা কবুতর ব্যবসা করে নিজেদের অবস্থার পরিবর্তন করেছেন। বাংলাদেশে বর্তমানে অনেক কবুতর রেছিং ক্লাব ( racing club) আছে যারা নিয়মিত কবুতর রেছের আয়োজন করে থাকেন। বাংলাদেশে ঢাকাই আনুমানিক ২-৫ হাজার কবুতর পালনকারী আছে । সম্পূর্ণ দেশে কবুতর পালনকারীর সংখ্যা আনুমানিক ২০-২৫ হাজার।

কবুতর বেচা কেনার জন্য বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে কবুতরের হাট। বাংলাদেশের ঢাকার প্রধান কবুতরের হাট গুলো হল মিরপুর-১, গুলিস্তান, টঙ্গি ও জিঞ্জিরা। বাংলাদেশের কবুতরের হাট গুলতে যেসব জাতের কবুতর বেচা কেনা হয় তার মধ্যে অন্যতম জাত হল গিয়া চুল্লি, নান, সারটিন, ঝরনা, সিরাজি, লক্ষা, জেকবিন, টাম্লার, রেচার হমা, আওল, গিরিবাজ, শুয়াচন্দন, কাগজি ইত্যাদি। নিচে কিছু দামি কবুতরের জাত এর জোড়ার দাম সহ লিস্ট দেয়া হল।

বাংলাদেশের কিছু দামি কবুতরের জাত (Breeding):

Nun, Beauty Homa, Jacobin, Owl, Blue Shartin, Jhorna, Tumbler, Fantail, Poutar, German Shield, Crested White Frillback, King, Parvin, Tagarola, Grijel, Shotface, Mukkhi, Siraji, blue antrop, Gorra, Moltas



Breeding: German Shield
Price per pair: 6000 tk

Breeding: Jacobin
Price per pair: 8,000 tk

Breeding: Tumbler
Price per pair: 14,000 tk

Breeding: Bukhara
Price per pair: 20,000 tk

Breeding: Beauty Homa
Price per pair: 12,000 tk

Breeding: Crested White Frillback
Price per pair: 10,000 tk

Breeding: Blue Shartin
Price per pair: 5,000 tk

Breeding: Owl
Price per pair: 6000 tk

Breeding: Poutar
Price per pair: 8000 tk

Breeding: Shotface
Price per pair: 28,000 tk

Breeding: King
Price per pair: 4000 tk

Breeding: Siraji
Price per pair: 4000 tk

Breeding: Mukkhi
Price per pair: 3,000 tk

সবগুলো ব্রিডিং এর দাম প্রাপ্ত বয়স্ক কবুতর জোড়া এর জন্য। হাট বিশেষে দামের তারতম্য দেখা যেতে পারে।

9 thoughts on “বাংলাদেশের কিছু দামি কবুতরের জাত (Breeding)”

  1. ami kobutor pala somporke hate kalome gaan orjon korte chai emon ki kono organisation ase jara amake hate-kalome proshikkhon dibe dhakar moddhe. Ami kobutor buriness shuru korte chai.

  2. আমি একজন নতুন কবুতর খামারী । আপনাদের সাইড থেকে অনেক কিছু শিখলাম এবং ভবিষ্যৎতে শিখবো আশা করি। ধন্যবাদ।

  3. আমার একজোড়া বোখারা কবুতর চাই পারলে সাহায্য করবেন।আমার নাম্বার ০১৮৫৫০৬৬০৮২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *